ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

'ইংলিশ পেসারদের সামলাতে পারেনি ব্যাটসম্যানরা'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ৯, ২০১৯
'ইংলিশ পেসারদের সামলাতে পারেনি ব্যাটসম্যানরা' ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ভাল হলেও পরপর দুই ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরে মানসিক ভাবে অনেকটাই ব্যাকফুটে মাশরাফির দল।

ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর ব্যাপক সমালোনার মুখে পড়ে বাংলাদেশ দল। দলের সাবেক ক্রিকেটার ইস্তিয়াক আহমেদ মনে করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভাল ব্যাট করায় সুযোগ পায়নি বাংলাদেশ।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আসলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের পেস বোলারদের গতিটাকে সামলাতে পারেনি। সাকিব-মুশফিক ছাড়া কোন ব্যাটসম্যানই খেলতে পারেনি। আর শুরুতেই আমরা রান বেশি দিয়ে ফেলেছি যার কারণে ম্যাচটা হাতের বাহিরে চলে যায়। আমরা কাল ভাল ফিল্ডিংও করতে পারেনি। ’

টস জিতে ফিল্ডিং নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা ঠিক ছিল প্রথমে ব্যাট করলে ইংল্যান্ডের পেসাররা উইকেটে থেকে বাড়তি সুবিধা পেতো। ফলে হিতে বিপরীত হতে পারতো। ’

বাংলাদেশ একাদশে রুবেল হোসেনকে রাখা প্রসঙ্গে ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আমার মনে হয় না রুবেলকে নিলেও কোন কাজ হতো। ওরা যেভাবে ব্যাট করেছে তাতে যেকোন বোলারের জন্যই বল করাটা কঠিন ছিল। ওদের ব্যাটসম্যাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ’

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে হলে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ম্যাচ জিততে হবে। তিন ম্যাচ খেলে একটিতে জযের ফলে সেই কাজটা অনেকটাই কঠিন হয়ে গেছে টাইগারাদের জন্য। পরের ছয় ম্যাচে তাই ভুল করার সুযোগ নেই বাংলাদেশের জন্য।

আগামী মঙ্গলবার (১১ জুন) ব্রিসটলে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদশ সময়: ১৬০৮ ঘন্টা, জুন ০৯, ২০১৯
আরএআর/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ